নতুন করে ২ জন সেরা ইকোনমির সফল বোলারের সন্ধান পেয়েছে বাংলাদেশ। তাদের ইকোনমি রেট দেখলে অবাক হবেন যে কেউ। সম্প্রতি ভারতের আইপিএলে ইকনোমি রেটে চমক দেখান বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।
তবে এবার মোস্তাফিজের মত সফল ইকোনমির আরও ২ জন তারকাকে খুঁজে পেয়েছে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগের সুবাধে এই ২ বোলারকে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এদের এক জনের নাম হাবিবুর রহমান। অন্য এক জনের নাম মেহেদি হাসান মিরাজ। আর এরা ছাড়াও সেরা ইকোনমির তৃতীয় আরও ১ জনে রয়েছে বড় চমক। ঘুরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। নতুন রুপে ঘুরে দাঁড়িয়ে সেরা ইকোনমি রেটে চমক দেখিয়েছেন।
ঢাকা প্রিমিয়ার লিগে হাবিবের ইকোনমি রেট ৩.৯০। ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি। মেহেদি হাসান মিরাজের ইকোনমি রেট খুবই সন্তোষজনক। তার ইকোনমি রেট ৩.৯২। ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। সাকিবের ইকোনমি রেট ৩.৯২। সাকিব ৬ ম্যাচে নিয়েছেন ১৬টি উইকেট।