Mountain View

জাপানে ভূমিধসে নিহত ৬

প্রকাশিতঃ জুন ২২, ২০১৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

জাপান দক্ষিণ-পশ্চিমে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে এক বিশ্ববিদ্যালয় ছাত্র।

বুধবার ওই এলাকায় বৃষ্টিপাতের মাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখানেই গত এপ্রিলে ভূমিকম্পের কারণে ৪৯ জন মৃত্যু হয়েছিল।

আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া এক নারী এনএইচকে-কে বলেন, আমাকে এতোটাই তাড়াহুড়া করতে হয়েছে যে, কেবল গায়ের পোশাক ছাড়া কিছুই আনতে পারিনি আমি।

নিহতদের মধ্যে এক দম্পতিও রয়েছে। কুমামুতো এলাকায় আশির দশকে তৈরি করা তাদের বাড়িটি মাটির নিচে চাপা পড়ে গেছে। এর আগে কয়েকটি এলাকায় মাত্র আধা ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে সরকারি কর্মকর্তারা সতর্কক করে দিয়ে বলেছেন, গত এপ্রিলে ভূমিকম্পের পর এ এলাকার ভূমি দুর্বল হয়ে পড়েছে। তাই প্রবল বৃষ্টিপাতের কারণে এখানে আরো ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।