Mountain View

শাহরুখে ২ কোটি

প্রকাশিতঃ জুন ২৪, ২০১৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

ট্যুইটারে ২০ মিলিয়ন (দুই কোটি) ভক্তসংখ্যা ছুঁলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এর ফলে বিগ বি-র টুইটারের ফলোয়ার সংখ্যার খুব কাছাকাছিই চলে এলেন তিনি। টুইটারে অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা ২১.৩ মিলিয়ন।

কিং খানকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তার অগণিত অনুরাগী। ২০ মিলিয়নের মাইলস্টোন ছোঁয়ায় সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নতুন একটি হ্যাশট্যাগও- #SRK20Million।

সমসাময়িক অন্যান্য অভিনেতাদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন এসআরকে। এই মুহূর্তে টুইটারে সালমান খানের ফলোয়ার সংখ্যা ১৮.২ মিলিয়ন, আমির খানের ১৭.৯ মিলিয়ন। তাদের টক্কর দিয়ে ২০-র মাইলস্টোন ছুঁয়েছেন শাহরুখ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।