Mountain View

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো মেসিও মাশচেরানোর!

প্রকাশিতঃ জুন ২৭, ২০১৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

FB_IMG_1467004509805

কোপা আমেরিকায় চিলির কাছে ট্রাইব্রেকারে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং হাভিয়ের মাশচেরানো।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হারের পর এমন ঘোষণা দেন ফুটবলের জাদুকর। খেলা শেষে সংবাদকর্মীদের মেসি বলেছেন, ‘সম্ভবত জাতীয় দলের হয়ে এটিই আমার শেষ খেলা।

নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনার হয়ে প্রথম শট গোলপোস্টের বাইরে করেন ফুটবলের এ জাদুকর। এতে আর্জেন্টিনার কাপ জেতা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। শেষে ৪-২ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেও কাপ হাতছাড়া হয় আর্জেন্টিনার।

এ সম্পর্কিত আরও