Mountain View

গুলশানে অভিযান শুরু, উদ্ধার ২

প্রকাশিতঃ জুলাই ২, ২০১৬ at ২:৫৪ পূর্বাহ্ণ

গুলশানের হলি আর্টিসান বেকারিতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাত আড়াইটার পর শুরু হওয়া এ অভিযানে সেনাবাহিনীর ইউনিট, নেভির ৩০ সদস্যের কমান্ডো টিম, সিআইডির ক্রাইম সিনের আট সদস্যের টিম, সোয়াট, ৠাব ও পুলিশ সদস্যর‍া অংশ নিচ্ছে।All

এরই মধ্যে স্প্যানিশ নাগরিক শেফ ডিয়াগো ও বাংলাদেশি ইলেকট্রিশিয়ান বেলাল হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সোয়াট টিম।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।