Mountain View

গুলশানে তলোয়ার হাতে আল্লাহু আকবার বলে হামলা

প্রকাশিতঃ জুলাই ২, ২০১৬ at ১২:৪২ পূর্বাহ্ণ

গুলশানের হলি আর্টিসাল রেস্টুরেন্টে হামলাকারীদের পরিচয়া জানা না গেলেও তাদের হামলার ধরন সম্পর্কে জানা গেছে।

ওই রেস্টুরেন্টের একজন সুমন জানান, বেশ কয়েকজন লোক তলোয়ার ও পিস্তল উঁচিয়ে ‘আল্লাহু আকবার’ বলে ভেতরে ঢোকে। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়।

সুমন জানান, তিনি বারান্দা থেকে লাফিয়ে নিচে নেমে পালিয়ে আসতে সক্ষম হন। ভেতরে অনেকেই আটকা পড়ে আছে। ওই রেস্টুরেন্টের অনেক কর্মকর্তা কর্মচারীই বিদেশি। এখানে আসেনও বিদেশি কাস্টমাররা।

 গুলশান ২ এর ৭৯ নম্বর রোডে ৫নং বাড়ির দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টের অবস্থান।

এদিকে প্রথমে পুলিশ জিম্মিদের উদ্ধারে কয়েকবার অভিযান পরিচালনার চেষ্টা করলে অপর দিক থেকে বিস্ফোরণ ও গুলি চালাতে থাকলে পিছু হটে আসতে বাধ্য হয়। এখন আক্রমণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যৌথ অভিযানের প্রস্তুতিও নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনি।

এ সম্পর্কিত আরও

Mountain View