Mountain View

বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশিতঃ জুলাই ৭, ২০১৬ at ৯:৩৩ পূর্বাহ্ণ

jatio eid ga

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।আজ (বৃহস্পতিবার) ৭ জুলাই সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।

এর আগে, রোজা ও ঈদ-উল-ফিতরের তাৎপর্য তুলে ধরেন মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রী পরিষদ সদস্য, দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

মোনাজাত শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ সবার সঙ্গে কোলাকুলি করেন।ডিএসসিসি প্রায় এক লাখ লোকের জন্য এ ঈদ জামাতের আয়োজন করে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।