Mountain View

আঙ্গুলে চিড় ধরেছে বাটলার

প্রকাশিতঃ জুলাই ১১, ২০১৬ at ১:৫৪ অপরাহ্ণ

batla

বাম হাতে বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরায় ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোস বাটলার মাঠের বাইরে চলে গেছেন। বাটলারের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার এই তথ্য নিশ্চিত করেছে।

এ কারণে বাটলারকে কতদিন বিশ্রামে থাকতে হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে যেহেতু তাকে বিবেচনা করা হয়নি তাই ধারণা করা হচ্ছে আগস্টে সীমিত ওভারের সিরিজে তিনি দলে ফিরবেন।

শুক্রবার ল্যাঙ্কাশায়ারের হয়ে টি-২০ ব্লাস্টে কিপিং করার সময় ওস্টারশায়ারের ব্যাটসম্যান বেন কক্সের ব্যাটের আঘাতে ইনজুরিতে পড়েন ২৫ বছর বয়সী বাটলার।

এ সম্পর্কিত আরও