Mountain View

যৌনতা সম্পর্কে সানি লিওনের পরামর্শ

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০১৬ at ৯:১৭ অপরাহ্ণ

sani laeon

যৌনতা নিয়ে সবার সচেতন হওয়া জরুরি বলে মনে করেন সানি লিওন। তিনি বলেন, আমি যখন স্কুলে পড়তাম তখনই ক্লাসে এসে যৌনতার বিষয়ে পড়েছি। নিরাপদ যৌন সম্পর্কে সবার সচেতন থাকা জরুরি।

সানি লিওন বলেন, যৌনতা নিয়ে কথা বলতে গেলে অনেকে লজ্জা পায়। আমি বরাবরই এসব ব্যাপারে স্পষ্টভাষী। অন্যদের মতো আমি এসব করতে ভয়ও পাইনি কখনও।’

জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস’র মাধ্যমে ভারতে কাজ শুরু করেন সানি লিওন। ‘জিসম-২’ সিনেমার মাধ্যমে খ্যাতি পান। পরবর্তীতে ‘জ্যাকপট’, ‘রাগনি এমএমএস-২’, ‘এক পেহেলি লীলা’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর মতো সিনেমাগুলোয় অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও

Mountain View