Mountain View

আজকের জুমার নামাজে সারাদেশে একই খুতবার আহ্বান

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০১৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

khutba

দেশের সব মসজিদে শুক্রবারের (জুলাই ১৫) জুমার নামাজে একই খুতবা পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

গতকাল (বৃহস্পতিবার) ১৪ জুলাই ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ দপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

জুমার নামাজে দু’টি খুতবা পাঠ করা হয়। এর দ্বিতীয়টি সকল মসজিদের জন্য একই। প্রথম খুতবাটি ভিন্ন হওয়ায় ইসলামিক ফাউন্ডেশন এই অভিন্ন খুতবাটি পাঠের অনুরোধ জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুতবাটি অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে তা নিচে সংযুক্ত করা হলো।khutba2

এ সম্পর্কিত আরও

Mountain View