Mountain View

এবার ফেসবুক ম্যাসেঞ্জারেই পড়া যাবে যে কোন লিঙ্ক

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০১৬ at ৭:২৮ অপরাহ্ণ

masenger

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাপসের চেয়ে মেসেঞ্জারের জনপ্রিয়তা বেশি। মেসেঞ্জারে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন অপশন। বার্তা আদান প্রদান সহ অডিও এবং ভিডিও কলের সুবিধা রয়েছে এই অ্যাপসটিতে।

এবার মেসেঞ্জারে শেয়ার করা যে কোন লিঙ্ক ফেসবুক অ্যাপস বা অন্য অ্যাপসের সাহায্য ছাড়াও পড়ার ব্যবস্থা করেছে ফেসবুক কতৃপক্ষ। এই সুবিধা আগে ফেসবুক অ্যাপসে ছিল।

তবে বর্তমানে অ্যানড্রয়েড মোবাইলে চালিত মেসেঞ্জার অ্যাপসেও এই সুবিধা পাওয়া যাবে। শিগগিরই এই সুবিধা আইওএসেও মিলবে।

প্রথমবারের মতো ফেসবুক অ্যাপস ছাড়াই যে কোন ধরণের লিঙ্ক সরাসরি মেসেঞ্জারে পড়ার ব্যবস্থা করলো ফেসবুক। মেসেঞ্জারে কোন লিঙ্ক শেয়ার করা হলে সেই লিঙ্কের ওপর টাচ করলেই সরাসরি লিঙ্কে প্রবেশ করা যাবে।

এতে অন্য অ্যাপসের সাহায্য প্রয়োজন হবে না। ফেসবুক মেসেঞ্জারের প্রধান ডেভিড মার্কাস তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, অ্যানড্রয়েড মোবাইলগুলোর জন্য এই সুবিধা বর্তমানে চালু হয়েছে।

তবে আগামী দুই সপ্তাহের মধ্যে এই সুবিধা আইফোন ও আইপ্যাডেও পাওয়া যাবে।’ ব্যবহারকারীদের মধ্যে এই সুবিধাটি জনপ্রিয় হবে বলেই আশা করছে ফেসবুক কতৃপক্ষ।

এ সম্পর্কিত আরও