Mountain View

ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে বাংলাদেশ

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০১৬ at ৯:১৮ অপরাহ্ণ

bd cricket

চলতি বছরের সেপ্টেম্বর মাসে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। চলতি বছর ভারত ক্রিকেট দলের ব্যস্ত সূচি থাকার কারণে প্রস্তাবিত সময়ে সিরিজটি আয়োজন না করে পিছিয়ে দেয় বিসিসিআই।

সিরিজ পিছানোর পর, কবে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল এ নিয়ে মিলে একাধিক প্রশ্নের। অবশেষে, সব কৌতূহল দূর করে বিসিবসিআই জানিয়ে দিল আগামী বছরের শুরুতেই ভারত সফরে যাবে বাংলাদেশ।

 ভারত ও ইংল্যান্ড দলের মধ্যকার সিরিজকে সামনে রেখে শুক্রবার প্রকাশ করা সিরিজসূচির অনুষ্ঠানে, বাংলাদেশের ভারত সফর প্রসঙ্গে এ কথা জানানো হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে।

ভারতীয় গনমাধ্যমের পক্ষ থেকে প্রকাশ করা এমন খবরে বলা হচ্ছে, ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর শেষ হওয়ার পর ১০-১৫ দিনের ফাঁকা সময় পাবে ভারত জাতীয় ক্রিকেট। এই সময়কেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার উপযুক্ত সময় বলে ভাবছে বিসিসিআই।

ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর শেষ হবে ফেব্রুয়ারির ১ তারিখে, তাই পরবর্তীতে ঐ মাসেই একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে বাংলাদেশ যাবে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।