Mountain View

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রপতির নিন্দা

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০১৬ at ৪:৩০ অপরাহ্ণ

ফ্রান্সের নিস শহরে ‘বাস্তিল ডে’ উৎসবে ট্রাক নিয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার এক বিবৃতিতে তিনি ফ্রান্স সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ওই হামলায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে ‘বাস্তিল ডে’ উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুতগতিতে ট্রাক চালিয়ে দেয়ার ওই ঘটনায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে ফরাসি কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।