Mountain View

বাবা হয়েছেন ওপার বাংলার নায়ক সোহম

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০১৬ at ৯:৩৫ অপরাহ্ণ

sohom

ওপার বাংলার হার্টথ্রব অভিনেতা সোহম চক্রবর্তী। ২০১২ সালে তানিয়া পালের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সুখের সংসারে এবার লাগল নতুন হাওয়া। বাবা হয়েছেন সোহম।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১টার দিকে পশ্চিমবঙ্গের ভাগীরথী নেওটিয়াতে এক পুত্রসন্তানের জন্ম দেন সোহমের স্ত্রী তানিয়া। বাবা হওয়ার খবরে আনন্দে আত্মহারা সোহম। উচ্ছ্বসিত তার ভক্তরাও বিধান সভার নির্বাচনে হেরে মন খারাপ থাকলেও বাবা হওয়ায় ভীষণ খুশি সুপারহিট নায়ক সোহম।

এ প্রসঙ্গে সোহম বলেন, ‘আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি প্রথম যখন সংবাদটি পেলাম তখন চিমটি কেটে দেখছিলাম এটা স্বপ্ন না তো।’

জানা গেছে, ছেলের জন্য কিছুদিন অভিনয় থেকে দূরে থাকতে পারেন সোহম। বেশ কয়েকটাদিন স্ত্রী ও সন্তানের সঙ্গেই সময় কাটাতে চান তিনি।

শিশু অভিনেতা হিসেবে টালিউডে অভিষেক হলেও পরে নায়ক হিসেবে বেশ খ্যাতি পান। বর্তমানে তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট ছবি।

এ সম্পর্কিত আরও

Mountain View