Mountain View

তরুণীর বেডরুম সেলফিতে হৈচৈ!

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০১৬ at ৯:৩৮ অপরাহ্ণ

স্মার্ট ফোনের দুনিয়ায় এখন বিশ্বজুড়ে যেন সেলফির হিড়িক চলছে। আর সেই সেলফি তুলতে গিয়ে নানা সময় ঘটে গেছে নানা ধরনের ঘটনা। উঠে এসেছে আশ্চর্য সব ঘটনা। এমনকি, অনেক সময়ই ঘটে গেছে ছোট-বড় দুর্ঘটনাও।
সম্প্রতি এক তরুণীর একটি বেডরুম সেলফি ছড়িয়ে পড়ে অনলাইনে। ছড়িয়ে পড়তেই তা নিয়ে ঘটে গেছে হুলস্থূল কাণ্ড। কারণ, এই সেলফিটিতে রয়েছে একটি বিশেষ বিষয়। আর সেই বিষয়টি ঘিরেই এখন হৈচৈ পড়ে গেছে নেট বিশ্বে।
সেলফিটির এই তরুণী কোনও সেলিব্রিটি নন। কোনও ভাবেই খবরে আসার মতো কোন কাজও করেননি তিনি। তবুও তিনি আজ অদ্ভুত ভাবে ভাইরাল। কারণ, সাদা-কালো এই হট সেলফিতে রয়েছে অদ্ভুত এক রহস্য। ঠিক যেন অদ্ভুতুড়ে এক ব্যাপার। রহস্যময় একটা ব্যাপার যেন লুকিয়ে আছে সেলফিকে ঘিরে…কিন্তু কি সেই রহস্য? কি সেই অদ্ভুত বিষয়…?
সেলফিটি দেখে কি আপনি সেই ‘অদ্ভুত’ ব্যাপারটি খুঁজে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, তাহলে সেলফিটিতে তরুণীর হাতের আঙ্গুলগুলোর দিকে খেয়াল করুন…
কি দেখলেন? তরুণীটির হাতে আঙ্গুলের আধিক্য তাই না?
হ্যাঁ পাঠক, তার ওই বেশি আঙ্গুলের কারণেই অচেনা তরুণীটি এই বেডরুম সেলফি নিয়ে এখন হৈচৈ পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।