Mountain View

জঙ্গিবাদ প্রতিরোধে ভূঞাপুর সেচ্ছাসেবক’লীগের র্যালী ও আলোচনা সভা

প্রকাশিতঃ জুলাই ১৭, ২০১৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

এফ.এস ফরমান শেখ ॥ ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মুলের প্রতিবাদে শনিবার (১৬জুলাই) ভূঞাপুর উপজেলা আওয়ামী’লীগ স্বেচ্ছাসেবক’লীগের উদ্যেগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালী করে। এবং র্যালী শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময়, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও আওয়ামীলীগ নেতা শাহিনুল ইসলাম (তরফদার) বাদল, পৌর আওয়ামী’লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক’লীগের নেতা মো. নাজমুল কবীর, যুবলীগ নেতা ওয়ারেস ভূঞা, স্বেচ্ছাসেবক’লীগ নেতা গোপাল রায়, নেতা লুৎফর রহমান দীলিপ, যুবলীগ নেতা আবুল কারাম আজাদ, মো. মাহফুজ তালুকদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।