Mountain View

আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দেওয়া ভার্ডির প্রশংসায় রানিয়েরি

প্রকাশিতঃ জুলাই ১৮, ২০১৬ at ৯:০৯ অপরাহ্ণ

asanal

আর্সেনালের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে জেমি ভার্ডির লেস্টার সিটিতে থেকে যাওয়ার সিদ্ধান্তে খুবই খুশি ক্লাওদিও রানিয়েরি। ইতালিয়ান এই কোচের মতে, তারকা হয়ে ওঠা এই ফরোয়ার্ডের থেকে যাওয়া তার দলের জন্য অনেক বড় বিষয়। এনগোলো কঁতের চেলসিতে চলে যাওয়াটা অবশ্য স্বাভাবিকভাবেই দেখছেন লেস্টারকে সাধারণ মানের এক দল থেকে ইপিএলের চ্যাম্পিয়ন করানো এই কোচ।

এ সম্পর্কিত আরও

Mountain View