চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত এলাকা তিব্বতে হিমবাহে সোমবার ৯ জন প্রাণ হারিয়েছে। তারা সকলেই গারি এলাকার রুতোগ কাউন্টির ডুংরু গ্রামের বাসিন্দা।
আঞ্চলিক সরকার জানিয়েছে, রোববার সকালে পশু চারণ ক্ষেত্রে আট মিটার গভীর তুষারপাত হয়েছে। এখানেই দুর্ঘটনাটি ঘটে। বড় ধরনের ওই তুষারপাতে ৩৫০টি ভেড়া এবং ১শ ১০টি চামরী গাই চাপা পড়ে। তিব্বতের উত্তরপশ্চিমাঞ্চলে রুতোগ কাউন্টি অবস্থিত। এখানে গড়ে ৪ হাজার ৫শ’ মিটার তুষারপাত হয়।