Mountain View

দীর্ঘ ৪ মাসের সফরে ভারতে আসছে ইংল্যান্ড

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০১৬ at ১০:১২ পূর্বাহ্ণ

india vs enland

মোঃ রকি আহমেদ, স্পোর্টস রিপোর্টার, বিডি২৪ টাইমস ডটকম: ইংল্যান্ড-ইন্ডিয়া সিরিজ প্রসঙ্গ হোম সিরিজের সময়সূচী ঘোষণা করেছে বিসিসিআই। সিরিজটিতে থাকছে ৫টি টেষ্ট, ৩টি ওডিআই এবং ৩টি টি২০। চলতি বছরের নভেম্বরে শুরু হয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে সিরিজটি।

সিরিজের সময়সূচী:
টেস্ট সিরিজ :
১ম টেস্ট -️ ৯-১৩ই নভেম্বর
২য় টেষ্ট -️ ১৭-২১শে নভেম্বর
৩য় টেস্ট -️ ২৬-৩০শে নভেম্বর
৪র্থ টেস্ট – ৮-১২ই ডিসেম্বর
৫ম টেস্ট -️ ১৬-২০শে ডিসেম্বর

ওডিআই সিরিজ:
প্রতিটি ম্যাচ দিবারাত্রির।
১ম ওডিআই – ১৫ই জানুয়ারি ২০১৭
২য় ওডিআই -️ ১৯শে জানুয়ারি
৩য় ওডিআই – ২২শে জানুয়ারি

টি২০ সিরিজ :
১ম টি২০ – ২৬শে জানুয়ারি
২য় টি২০ – ২৯শে জানুয়ারি
৩য় টি২০ – ১লা ফেব্রুয়ারি

প্রতিটি টেস্ট ম্যাচ বাংলাদেশ সময় সকাল ১০ টা, ওয়ানডে ম্যাচ দুপুর ৩ টা এবং টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।