A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / বিনোদন / দেখুন সুলতানের যে ৭টি হাস্যকর ভুল

দেখুন সুলতানের যে ৭টি হাস্যকর ভুল

152328sultan_kalerkantho_pic

সালমানের সর্বশেষ সিনেমা ‘সুলতান’ বক্স অফিসে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে। সালমান ও অনুশকার অভিনয় নজর কেড়েছে সবার।

কিন্তু একটু ভাল করে যদি খেয়াল করা যায়, তাহলে চোখে পড়বে এই সিনেমার বেশ কিছু ভুল। দেখে নিন তেমন ৭টি ভুল-

১. প্রথম ভুল সিনেমার পোস্টারেই। পোস্টারে ইনস্টাগ্রামের লোগোটা রং। সুলতানের ইনস্টাগ্রামের লোগো নীল রং-এর। কিন্তু ইনস্টাগ্রামের লোগো আসলে নীল নয় বরং পাঁচ মিশালি হয়।

২. ফিল্মের একটি দৃশ্যে দেখা যায়, স্কুটারে চড়ে অফিস যাওয়ার পথে কয়েকটি স্কুলের বাচ্চাকে সালমান তুলে নিচ্ছেন নিজের স্কুটারে তাদের স্কুলে পৌঁছে দেবেন বলে। কিন্তু শেষ পর্যন্ত আখের রস খাওয়ার জন্য তাদের নামিয়ে দিয়ে সালমান চলে যান নিজের পথে। অথচ বাচ্চাগুলিকে স্কুলে পৌঁছে দেবেন বলেই তো সালমান তাদের নিজের স্কুটারে তুলেছিলেন।

৩. একটি দৃশ্যে দেখা যায়, অনুশকা শর্মা কুস্তি লড়ছেন, আর তার মাথার চুলে লাগানো রয়েছে হেয়ারপিন। অথচ কুস্তির নিয়ম অনুযায়ী, খেলার সময়ে হেয়ারপিন পরা নিষিদ্ধ।

৪. প্রতি তিন ডায়ালগে একবার আনুশকা ও সালমান সিনেমার হারিয়ানভি ভাষার উচ্চারণে ভুল করেছে।

৫. সিনেমার একটি দৃশ্যে সালমান গিয়েছেন তার গ্রামের একটি স্পোর্টস অ্যাকাডেমিতে নিজেরই একটি স্ট্যাচু উদ্বোধন করতে। কিন্তু স্ট্যাচুটিকে দেখে কী সালমানের মূর্তি বলে মনে হয়!

৬. হিন্দি সিনেমায় অনেক অবাস্তব অসম্ভব ঘটনা ঘটে। তবু ‘সুলতান’-এর যে দৃশ্যে গ্রামবাসীদের অনুরোধে গর্তে পড়ে যাওয়া একটা ট্র্যাক্টরকে কাঁধের জোর প্রয়োগ করে টেনে তুলে দেন সালমান!

৭. সিনেমাতে সালমান স্কুটি চালায়। কিন্তু  একটি দৃশ্যে আনুশকাকে দেখলেই তার স্কুটি বাইক হয়ে যায়!

এ সম্পর্কিত আরও

Check Also

এই আবেদনময়ী ললনা একসময় লজ্জাবতী ছিলো

যার অভিনয় ও চলন-বলন মুগ্ধ হয়েছে দর্শক। তাহসানের সঙ্গী হিসেবে সুখী দম্পতির উদাহরণও হয়েছিলেন অনেক …

Leave a Reply