A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / খেলাধুলা / কাউন্টিতে মুস্তাফিজের খেলা দেখবেন যে চ্যানেলে

কাউন্টিতে মুস্তাফিজের খেলা দেখবেন যে চ্যানেলে

Mustafizur-Rahman-bg20160604092021

স্টাফ করেসপন্ডেন্ট: কার্টার মাস্টার মুস্তাফিজের বোলিংয়ে রয়েছে যেন রয়েছে অজানা রহস্য। বাঁ-হাতি এই তারকার হাত থেকে প্রতিটি বলই যেন বের হয় নতুন ঝলকের আবহে। মুস্তাফিজ এখন কাউন্টি খেলতে ইংল্যান্ডে। বিশ্বের অন্যতম সেরা বোলারের বোলিং মিস মানে তো সব শেষ; এ কথাটা বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকদের জন্য এক বাক্যে সঠিক। ‘দ্যা ফিজ’ পৃথিবীর যে প্রান্তেই খেলুন না কেন মিস হবেনা তার এক ওভার বোলিংও। স্টার স্পোর্টস ১ এ ‘ফিজ’ এর সব ম্যাচ দেখতে পারবেন এবার দেখেনিন মুস্তাফিজের ম্যাচগুলোর সময়সূচী (বাংলাদেশ সময় অনুযায়ী):

  • ২১ জুলাই, বৃহস্পতিবার, টি-২০ ম্যাচ, রাত ১২টা, প্রতিপক্ষ এসেক্স।
  • ২২ জুলাই, শুক্রবার, টি-২০ ম্যাচ, রাত ১১:৩০, প্রতিপক্ষ সারে।
  • ২৪ জুলাই, রবিবার, ওয়ানডে ম্যাচ, বিকাল ৪টা, প্রতিপক্ষ গ্লুস্টারশায়ার।
  • ২৭ জুলাই, বুধবার, ওয়ানডে ম্যাচ, সন্ধ্যা ৭টা, প্রতিপক্ষ হ্যাম্পশায়ার।
  • ২৮ জুলাই, বৃহস্পতিবার, টি-২০ ম্যাচ, রাত ১১:৩০, প্রতিপক্ষ গ্ল্যামারগন।
  • ৩০ জুলাই, শনিবার, ওয়ানডে ম্যাচ, বিকাল ৪টা, প্রতিপক্ষ সমারসেট।
  • ০২ আগস্ট, মঙ্গলবার, ওয়ানডে ম্যাচ, সন্ধ্যা ৬:৩০, প্রতিপক্ষ কেন্ট।

এ সম্পর্কিত আরও

Check Also

রেকর্ড গড়ে শিরোপা জিতলেন রাফায়েল নাদাল

  স্পোর্টস করেসপন্ডেন্ট: ক্লে কোর্টে রাফায়েল নাদাল যে অপ্রতিরোধ্য সেটা আবারো প্রমাণ করলেন। ‘কিং অফ …

Leave a Reply