Mountain View

সর্বশেষ প্রকাশিত অাইসিসি টেস্ট র্রাংকিং

প্রকাশিতঃ জুলাই ২০, ২০১৬ at ৬:২২ অপরাহ্ণ

test

শেষ কবে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে এটা হয়ত এখন কারোর মনেই নেই। হ্যা সেই এক বছর অাগে বাংলাদেশ শেষ টেস্ট ম্যাচটি খেলেছে। ২০১৫ সালে ৩০ জুলায় দক্ষিন অাফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচে খেলেছে মুসফিক বাহিনী। তারপর অার টেস্ট ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। তবে এক বছর টেস্ট না খেললেও টেস্ট র্রাংকিংয়ে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের থেকে মাত্র পয়েন্টে ৭ দুরে বাংলাদেশ।

সর্বশেষ প্রকাশিত অাইসিসি টেস্ট র্রাংকিং

দল                                  রেটিং পয়েন্ট

১। অস্ট্রেলিয়া                        ১১৯
২। ভারত                               ১১২
৩। পাকিস্তান                          ১১১
৪। ইংল্যান্ড                            ১০৮
৫। দক্ষিন অাফ্রিকা                  ৯৮
৬। নিউজিল্যান্ড                       ৯২

৭। শ্রিলংঙ্কা                             ৮৫

৮। ওয়েস্ট ইন্ডিজ                     ৬৫
৯। বাংলাদেশ                          ৫৭
১০। জিম্বাবুয়ে                         ১২

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।