Mountain View

ভূমধ্যসাগরে ৩২০০ অভিবাসী উদ্ধার

প্রকাশিতঃ জুলাই ২১, ২০১৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

ভূমধ্যসাগর থেকে কমপক্ষে ৩২০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইতালিয় কোস্ট গার্ড মঙ্গলবার ২৫টি অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। বুধবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। ইতালির নৌবাহিনী, কোস্ট গার্ড, ইউরোপীয় ইউনিয়নের আনাভফোর মেড মিশন, এমএসএফ, সি ওয়াচ ও এমওএএস-এর মতো এনজিওর সহায়তা নিয়ে ওই অভিযান চালানো হয়। উদ্ধার করা এসব অভিবাসীর মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন তা এখনও জানা যায়নি।
এ নিয়ে চলতি বছর ইতালিতে আশ্রয় চাওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো কমপক্ষে ৮০ হাজার। যাদের বেশির ভাগই আফ্রিকান।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়ার সময় কমপক্ষে ১০ হাজার অভিবাসী মারা গেছেন।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।