Mountain View

শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর

প্রকাশিতঃ জুলাই ২১, ২০১৬ at ৫:২৭ অপরাহ্ণ

Shrada

সম্প্রতি বালিতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন এই টিনএজ সেনসেশন। আর সেখানেই মেঝেতে বিছানো কার্পেটের উপর হোচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে করে তার দু পায়ের হাটুর কাছে বেশ খানিকটা অংশ কেটে যায়। এ কথা জানিয়েছেন শ্রদ্ধা নিজেই।

বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের সময়টা বেশ ভালোই কাটছে। একের পর এক দর্শক মাতানো ছবি উপহার দিয়ে নিজের জনপ্রিয়তাকে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়। তবে শুটিং সেটে হোচট খেয়ে পড়ে হাটু কেটে বিপাকে পড়েছেন শ্রদ্ধা।

ইন্সটাগ্রামে আঘাতপ্রাপ্ত হাটুর ছবি দিয়ে আশীর্বাদ চেয়েছেন ভক্তদের কাছে। শ্রদ্ধা লেখেন, ‘যদিও অনেক ব্যথা তবে বড় ধরনের কোনো দূর্ঘটনা নয়। সবার আর্শীবাদ কামনা করি।’

উল্লেখ্য, বলিউডের এই নতুন সেনসেশনকে সর্বশেষ দেখা গিয়েছিলো ‘বাঘি’ ছবিতে। সেখানে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছিলেন বলিউড তারকা টাইগার শ্রফ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।