মো.জিহান মিয়া,নকলা (শেরপুর) প্রতিনিধিঃ-শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গারোপাহাড়ের বনা ল অধ্যুষিত শিলঝুড়া এলাকার একটি কালভার্টের নিচ থেকে দিনা (১৫) নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। নিহত দিনা ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের নয়াপাড়া এলাকার মফিজুল হকের কন্যা। সে গত দু’দিন ধরে নিখোঁজ ছিল।
দিনার বাবা মফিজুল হক জানান, ‘গত মঙ্গলবার সন্ধ্যা থেকে দিনাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান পাননি গত দু’দিনে। আজ দুপুরে লোকজনের মুখে খবর পান তার মেয়ের লাশ পড়ে আছে শিলঝুড়ার কালভার্টের নিচে।’ তবে নিহতের পিতা জানান, ‘মেয়ে নিখোঁজের ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেননি বা থানায় জানাননি।’
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ বলেন, ‘ ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিক সুরতহালে মেয়ের মুখে ও শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যার কারণ এবং মেয়েটি ধর্ষিতা হয়েছে কী না তা অধিকর তদন্ত এবং ময়না তদন্তের পরই বোঝা যাবে।’