Mountain View

আবারও নদীতে দাড় বাইবেন ফেরদৌস

প্রকাশিতঃ জুলাই ২২, ২০১৬ at ৮:৫২ অপরাহ্ণ

Ferdous-Film

আবারও হাতে বৈঠা ধরতে যাচ্ছেন চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস। নতুন ছবি ‘শ্যাওলা’-তে একজন মাঝির চরিত্রে রুপদান করতে যাচ্ছেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেতা। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার নবাগতা পায়েল।

এর আগে ‘অন্তর্ধান’ ছবিটিতে মাঝি চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। কাহিনিতে নদী শুকিয়ে যাওয়ায় তাকে বৈঠা হাতে নিতে হয়নি। তবে এবারের মাঝির চরিত্রটির ব্যাপকতা আগেরটির চেয়ে বেশি। সমাজের কুসংস্কারের বিরুদ্ধে বার্তা থাকছে ছবিটিতে।

এহসান ও বাপ্পীর যৌথ পরিচালনায় ছবিটিতে আরও আছেন শতাব্দী ওয়াদুদ, ডা. এজাজ, জয়শ্রী কর জয়া, নওশীন নাহরিন মৌ, মুনিরা মিঠু প্রমুখ। আগামী ২৪ জুলাই ছবিটির মহরত হবে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও

Mountain View