বিরাট কোহলি মানে রান। প্রতিষ্ঠিত এই সত্যের মুখোমুখি এখন ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় বৃহস্পতিবার শুরু প্রথম টেস্টেই ভারত অধিনায়কের সেঞ্চুরির শিকার ক্যারিবিয়ানরা। ১৪৩ রানে অপরাজিত থাকে কোহলির কাছে এটি স্পেশাল সেঞ্চুরি। ইনিংসটাকে বড় করতে পারলে হয়ে উঠবে আরো স্পেশাল।
প্রথম দিনটা ভারত শেষ করেছেন ৪ উইকেটে ৩০২ রানে। ৮৪ রান করে আউট হয়ে কষ্টে পুড়েছেন শিখর ধাওয়ান। আর কোহলির ইনিংস ছিল আগ্রাসণের প্রতিমূর্তী। ১৯৭ বলের ইনিংস। যেখানে বাউন্ডারি ১৬টি। ৭৫ বলে ফিফটি। সেঞ্চুরি ১৩৪ বলে। ৪২তম টেস্টে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি কোহলির।
টুইটারে ভিভিএস লক্ষ্মন আশির্বাদ করেছেন কোহলিকে। সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়ে লিখেছেন, ডাবল সেঞ্চুরি দেখতে চান। অধিনায়ক হিসেবে কোহলির আগের সর্বোচ্চ রানের ইনিংস ১৪১ রানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেটি ছাড়িয়ে গেছেন। নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৯ রানের। তার মানে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাতছানি সামনে। আছে ভারত অধিনায়ক হিসেবে দেমের বাইরে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়ার সুযোগও।
কোহলির এই সেঞ্চুরি বেশ কিছু দিক দিয়ে ‘স্পেশাল’। ভারতের মাত্র তৃতীয় অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ২০০৬ সালে সেন্ট লুসিয়ায় রাহুল দ্রাবিড় করেছিলেন ১৪৬ রান। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে দ্বিতীয় দিনে। ১৯৮৩ সালে পোর্ট অব স্পেনে কপিল দেব খেলেছিলেন ১০০ রানের অপরাজিত ইনিংস।
২০১৪ সালের শেষে টেস্টে অধিনায়ক হয়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। এরপর শ্রীলঙ্কা সফরে সেঞ্চুরি করেছেন। হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজেও। ভারতের অধিনায়ক হিসেবে দেশের বাইরে এখন ৫টি সেঞ্চুরি কোহলির। এবারের সেঞ্চুরিতে ছুঁয়ে ফেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকে। এতদিন ভারত অধিনায়ক হিসেবে দেশের বাইরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছিল তার। আজহারকে ছাড়িয়ে যাওয়া কোহলির জন্য তো এখন সময়ের ব্যাপার মাত্র।