Mountain View

মেসির নতুন লুক

প্রকাশিতঃ জুলাই ২৫, ২০১৬ at ৩:৩৮ অপরাহ্ণ

mesiiiiiiiiiiiiiii

নিজের লুক নিয়ে মেসির এক্সপেরিমেন্ট অবশ্য নতুন নয়। এবারের এক্সপেরিমেন্ট অনেকটা স্রোত গা ভাসিয়ে দেওয়ার মতো। গত কয়েক মাসে একে একে অ্যারন র‌্যামসে, সের্জিও র‌্যামোস, ফিল জোন্স, সামির নাসরি-সহ ফুটবলবিশ্বের বহু নামী-দামি তারকা ফুটবলারই চুলের র‌ং পাল্টে ব্লন্ড হয়েছেন।

এ বার সে পথে হাঁটলেন ফুটবল বিস্ময় লিওনেল মেসি। সারা গায়ে ট্যাটু তো ছিলই। সেই সঙ্গে যোগ হয়েছে প্ল্যাটিনাম ব্লন্ড রঙের চুল। মেসির এই নয়া লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজো।

গত জুনে কোপা আমেরিকা কাপের আগেই তাকে দেখা গিয়েছিল নয়া চেহারায়। একমুখ গোঁফদাড়িতে ঢাকা লিওনেল মেসি ছিলেন ফর্মের তুঙ্গে। তবে তা সত্ত্বেও ফাইনালে কাপভাগ্যে হেরফের হয়নি।

টুর্নামেন্টে হেরে যাওয়ার পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা। আর তার পর কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়া – সব মিলিয়ে বার্সেলোনার তারকা ফুটবলারের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না।

তবে তা সত্ত্বেও তাকে ঘিরে ফ্যানেদের উৎসাহে ভাটা পড়েনি। এই মুহূর্তে তার বৃহস্পতি তুঙ্গে না থাকলেও মিডিয়ার চর্চায় হামেশাই রয়েছেন।

গত শুক্রবারই তার গোঁফদাড়ি কামানো চেহারা নিয়ে জল্পনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার অবশ্য লা লিগার নয়া মৌসুম শুরুর আগেই একেবারেই নয়া লুকে সামনে এলেন মেসি।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।