Mountain View

ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন এন্ডারসন

প্রকাশিতঃ জুলাই ২৬, ২০১৬ at ১০:৩৭ অপরাহ্ণ

jemes

দেশের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাকগ্রাকে ছাড়িয়ে যান এন্ডারসন। বর্তমানে তার উইকেট ২৯১, ম্যাকগ্রার ২৮৯।

এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। দেশের মাটিতে ৭৩ ম্যাচে অংশ নিয়ে ৪৯৩ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয়স্থানে আছেন ভারতের অনিল কুম্বলে। ৬৩ ম্যাচে ৩৫০ উইকেট শিকার করেছেন ভারতের বর্তমান কোচ কুম্বলে।

তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। ৬৯ ম্যাচে ৩১৯ উইকেট শিকার আছে ওয়ার্নের। আর ম্যাকগ্রাকে ছাড়িয়ে এই তালিকার চতুর্থস্থানে উঠে এসেছেন এন্ডারসন।

দেশের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :

বোলার ম্যাচ ইনিংস উইকেট
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা) ৭৩ ১৩৪ ৪৯৩
অনিল কুম্বলে (ভারত) ৬৩ ১১৫ ৩৫০
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ৬৯ ১২৯ ৩১৯
জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ৬৭ ১২৮ ২৯১
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ৬৬ ১৩১ ২৮৯।

এ সম্পর্কিত আরও