Mountain View

মুশফিক এবার হিরো আলমের ছবিতে ভিলেন হবেন

প্রকাশিতঃ জুলাই ২৬, ২০১৬ at ৯:৩৯ অপরাহ্ণ

hero alom

নিজের কোনো একটি মিউজিক ভিডিওতে নায়ক বানাবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে, এমন আশা নিয়েই আজ (মঙ্গলবার) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো তারকা মর্যাদা পেয়ে যাওয়া ‘হিরো আলম’।

মুশফিকের সঙ্গে দেখা হওয়ার আগে সংবাদমাধ্যমকে সে প্রস্তাবের কথা জানিয়েও দেন তিনি। অনুশীলনের পর মাঠ থেকে বেরোনার সময় দুই ভুবনের দুই তারকার দেখাও হয়ে যায়। দুজনেই আবার বগুড়ার কৃতি সন্তান। দেখা হতেই আলমকে চিনে ফেলেন মুশফিক। না চিনে উপায় আছে কোনো? আলমের নতুন কোনো ভিডিও মানেই সামাজিক যোগাযোগের মাধ্যমে হইচই পড়ে যাওয়া আর ভাইরাল হওয়া।

দেখা হতেই দুজনের কুশল বিনিময়। এক পর্যায়ে আলম নিজের ভবিষ্যৎ কোনো মিউজিক ভিডিওতে মুশফিককে নায়ক করার প্রস্তাব দিয়ে বসেন। তবে মুশফিকও পাল্টা তাঁকে বলে বসেন, ‘আমি হিরো হতে যাবো কেন? হিরো তো আপনি। আমি বরং ভিলেন হবো।’

শুনে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়। এই সময় ‘হিরো আলম’-এর সঙ্গে কিছু সেলফিও তোলেন মুশফিক। যার একটি নিজের ইনস্টাগরাম পেজে পোস্ট করে মুশফিক লেখেন, ‘গেজ হু ইজ উইথ মি? দ্য ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম।’

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।