Mountain View

পর্দায় এবার ভিন্ন চরিত্রে সালমান খান

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৬ at ৮:২২ অপরাহ্ণ

sa


কত ধরনের চরিত্রে অভিনয় করেছেন সালমান খান তা অনেকেই জানেন। অবশ্য তার বেশিরভাপ সিনেমায় অ্যাকশন ঘরানার। কিন্তু এবার একেবারেই ভিন্ন একটি চরিত্র নিয়ে হাজির হচ্ছেন সালমান খান।

কবির খান ও সালমান খান কবির খানের ‘টিউবলাইট’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সালমান খান। এই ছবির একটি বিচিত্র চরিত্রে অভিনয় করবেন ৫০ বছর বয়সী এই তারকা।

এমন একজন মানুষের ভূমিকায় সালমানকে দেখা যাবে, যে স্বাভাবিক মানুষের মতো সহজেই সবকিছু শিখে নিতে পারে না। যে কোনো ভাবনাই একটু দেরিতে তাঁর মাথায় ঢোকে। কবির খান জানিয়েছেন, এই চরিত্রটির প্রতি তিনি বিশেষ যত্ন নেবেন। বলে রাখা ভালো, এ ধরনের বিশেষ চরিত্রে এবারই প্রথম দেখা যাবে সালমানকে।

‘বজরঙ্গী ভাই জান’ ছবির পরিচালক কবির খান এরই মধ্যে টুইটারে লোকেশনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই তো আমরা এখানে এসে গেছি…শুরু হচ্ছে ২৮ তারিখে’।

একটি প্রেমের কাহিনি নিয়ে ছবিটি। ১৯৬০-৬২ সালে ভারত-চীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, পরিচালক সে সময়টিকেই ছবির জন্য বেছে নিয়েছেন। ভারতীয় একটি ছেলের সঙ্গে চীনের একটি মেয়ের প্রেমই ছবির মূল উপজীব্য।  সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া 

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।