Mountain View

৮১ বছরের রেকর্ড ভাঙলেন চায়নাম্যান সান্দাকান

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৬ at ৫:৫৬ অপরাহ্ণ

channa

চায়নাম্যান বোলার হিসেবে ডেব্যু ম্যাচের ইনিংসে সেরা বোলিং ফিগার করে টেস্ট ক্রিকেটে ৮১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শ্রীলঙ্কার নতুন বোলার লক্ষণ সান্দাকান।

পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে ডেব্যু হয় সান্দাকানের। আর ডেব্যু ম্যাচের প্রথম ইনিংসে ৫৮ রানে ৪ উইকেট নেন তিনি। ফলে ভেঙে যায় অস্ট্রেলিয়ার চাক ফ্লিটউড স্মিথের পুরনো রেকর্ড।

১৯৩৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৬৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন স্মিথ। ফলে চায়নাম্যান বোলার হিসেবে অভিষেক ম্যাচের ইনিংসে স্মিথের চেয়ে সান্দাকানের বোলিং ফিগার সেরা হওয়ায় রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন লঙ্কার বাঁ-হাতি বোলার।

সান্দাকানের বোলিং দৃঢ়তায় প্রথম ইনিংসে ২০৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সান্দাকান ছাড়াও অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করতে মূখ্য ভূমিকা রাখেন লঙ্কার আরেক স্পিনার রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করতে পেরেছিল ১১৭ রান।

এ সম্পর্কিত আরও

Mountain View