Mountain View

একটুর জন্য বেচে গেলেন অভিনেত্রী মিম

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

mm-120160727015857

নেপালে ‘আমি তোমার হতে চাই’ ছবির কাজ করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে হঠাৎ তার গাড়ির সামনে পাহাড় ধসে পড়ে। সঙ্গে ইউনিটের সদস্যরাও ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মিম মঙ্গলবার (২৬ জুলাই) রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আজ একটুর জন্য বেঁচে গেলাম। ভয়ে শেষ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো পাহাড় আমাদের গায়ের ওপর এসে পড়বে! জীবনে প্রথমবার এরকম অবস্থা দেখেছি। এখনও হাত-পা কাঁপছে।’

স্ট্যাটাসের সঙ্গে মিম কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেগুলোতে দেখা যাচ্ছে ধসে পড়া পাথর। আশপাশে প্রচুর মানুষ। পাহাড় ধসের খবর পেয়ে স্থানীয়রা ভিড় করেন সেখানে।

অনন্য মামুন পরিচালিত ছবিটিতে মিমকে দেখা যাবে বাপ্পীর বিপরীতে। এ ছাড়া বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত একটি আইটেম গানে নেচেছেন। এর কাজ হয়েছে নেপালে। তার সঙ্গে দেখা যাবে মিশা সওদাগরকে।

এ সম্পর্কিত আরও

Mountain View