Mountain View

কন্যার সাথে বাদর সাজলেন ধোনি

প্রকাশিতঃ জুলাই ২৮, ২০১৬ at ৬:৫৩ অপরাহ্ণ

Mahi_Dhoni_ziva

অ্যান্টিগা টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিরাট কোহলিরা সেলিব্রেট করছেন। আর ভারতের একদিনের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও আছেন সেলিব্রেশন মুডে।

তবে তিনি চুটিয়ে ছুটি উপভোগ করছেন মেয়ে জিভা এবং স্ত্রী সাক্ষীর সঙ্গে।

সোমবার ইনস্টাগ্রামে ‘ক্যাপ্টেন কুল’ একটি স্ন্যাপচ্যাট ভিডিও শেয়ার করেছেন। সেখানে ধোনি এবং তার কন্যা জিভার কাণ্ডকারখানা আপনার মন ছুয়ে যেতে বাধ্য।

‘ডগ ফিল্টার’ ফিচার ব্যবহার করে কুকুরের মতো মুখ করে একটি ভিডিও শ্যুট করেছেন ধোনি এবং তার কন্যা।তারপরে সেটি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। এক সাথে পিতা কন্যা সাজলেন বাদর!

এ সম্পর্কিত আরও