Mountain View

পাকাপাকিভাবে ভারত ছাড়লেন নারগিস

প্রকাশিতঃ জুলাই ২৮, ২০১৬ at ৯:৩০ পূর্বাহ্ণ

nargis

বলিউড আর ভাল লাগছে না, তাই পাকাপাকিভাবে ভারত ছেড়েছেন নায়িকা নারগিশ ফাকরি। এক সর্বভারতীয় নিউজ ওয়েবসাইটে এমনই খবর প্রকাশিত হয়েছে। নারগিশের বাবা পাকিস্তানের, মা চেক প্রজাতন্ত্রের।

বড় হয়েছেন আমেরিকায়। নারগিশ ভারতের পাট চুকিয়ে নাকি পাকাপাকিভাবে আমেরিকায় পাড়ি দিয়েছেন। আর কখনও ভারতে ফিরবেন না তিনি। এমন খবরও প্রকাশিত হয়েছে।

‘বানজো’ সিনেমাতেই নারগিশকে শেষবার দেখা যাবে। ৩৬ বছরের এই অভিনেত্রী কিন্তু বলিউডে জমি পাকা করে ফেলছিলেন। বড় কোনও হিট সিনেমাতে না থাকলেও নারগিশের বলিউড কেরিয়ার বেশ ভালই চলছিল।

উদয় চোপড়ার সঙ্গে বারবার নাম জড়িয়েছে তাঁর। দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। কিন্তু কাজের প্রতি প্রচন্ড ফোকাসড নারগিশ কখনও কোনও কিছুতেই আপোস করেননি।

২০১১ সালে রকস্টার-সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নারগিশের। এরপর মাদ্রাস কাফের মত জাতীয় পুরস্কার জয়ী সিনেমায় অভিনয় করে নজর কাড়েন।

এরপর ‘ফাটা পোস্টার’ নিকলা হিরো থেকে ”আজহার”, ”ম্যায় তেরা হিরো’ থেকে ”কিক”। একের পর এক সিনেমায় দেখা যায় তাঁকে। অনেকে তাঁর মিষ্টি মুখের জন্য বলতেন ক্যাটরিনার বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন। কিন্তু শেষ অবধি দেশ ছাড়লেন নারগিশ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।