Mountain View

‘হাউসফুল ৪’ এ অক্ষয়ের সঙ্গে ব্রেট লি!

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০১৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

এবার ‘হাউসফুল ৪’ এ অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার ব্রেট লি। বলিউডে জোর গুঞ্জন এমনটাই।

পরিচালক অনুপম শর্মা এবং প্রযোজক সাজিদ নাদিদওয়ালা নাকি ইতিমধ্যেই প্রজেক্টটা নিয়ে ব্রেট লির সঙ্গে দেখা করেছেন। লি অবশ্য এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

তিনি শুধু বলেন, আমি জানি না। ইন্ডাস্ট্রিতে লির সবচেয়ে পছন্দ শাহরুখ খান এবং প্রীতি জিন্তা।

তিনি আরো বলেন, শাহরুখ আর প্রীতিকে আমার দারুণ লাগে। শাহরুখ তো বলিউডে বেশ কিছু ভালো কাজ করেছে। সব জায়গায় সেগুলোর খুব প্রশংসা করি আমি। ভবিষ্যতে বলি বাদশার সঙ্গেও স্ক্রিন শেয়ারের ইচ্ছে রয়েছে তার। তবে আপাতত লক্ষ্য কো-স্টার ‘খিলাড়ি’।

অস্ট্রেলিয়া এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ব্রে টলির ‘আনইন্ডিয়ান’ সিনেমাটি অক্টোবরে মুক্তি পাবে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।