Mountain View

আবারও বিস্ফোরিত হয়েছে আইফোন ৬

প্রকাশিতঃ আগস্ট ২, ২০১৬ at ৯:৩২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় আইফোন বিস্ফোরণের ঘটনায় ডিভাইসটির মালিক গ্যারেথ ক্লেয়ারের ডান উরু পুড়ে গেছে।। সিডনিতে আইফোন বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আইফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে যুক্তরাষ্ট্রের আইল্যান্ড ও ভারতের গুরগাওয়েও এমন ঘটনা ঘটে।

ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন মতে, বাইকে করে কাজে যাওয়ার সময় ক্লেয়ারের পেছনের পকেটে থাকা আইফোনে ৬ -এ আগুন ধরে যায়। ক্লেয়ার প্রথমে ভেবেছিলেন, বাইক থেকে আগুন লেগেছে। সেকেন্ড কয়েক পরেই তিনি বুঝতে পারেন, আগুন লেগেছে মূলত তার আইফোন বিস্ফোরিত হয়ে।

ক্লেয়ার জানিয়েছেন, আইফোন বিস্ফোরিত হওয়ায় তার জাঙ্গিয়া পুড়ে ডান উরুর উপর দিকের চামড়ার দুই স্তর ঝলসে গেছে। ক্ষত এতোটাই মারাত্মক যে, তাকে স্কিন-গ্রাফটের মধ্য দিয়ে যেতে হয়েছে।

ক্লেয়ার আরও জানিয়েছেন, বিস্ফোরিত হওয়ায় তার পুরো আইফোনটাই নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে অ্যাপল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায়, এই ঘটনা তদন্ত করা হবে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।