A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
প্রচ্ছদ / জাতীয় / আজ রাতেই ফেরত যাচ্ছেন আটক নেপালিরা

আজ রাতেই ফেরত যাচ্ছেন আটক নেপালিরা

pollobi

অবৈধভাবে অবস্থানের অভিযাগে রাজধানীর মিরপুর থেকে আটক ৪৪ নেপালের নাগরিকদের মধ্যে অনেকেই শুক্রবার (০৫ আগস্ট) রাতেই ফেরত যাচ্ছেন।

বাকিদের আগামীকাল (শনিবার) ৬ আগস্ট বা রোববারের (০৭ আগস্ট) মধ্যে সড়ক পথে নেপালে পাঠানো হবে।ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ধান বাহাদুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় অলি উল্লাহ নামে একজন দালাল ঢাকায় হোটেল কর্তৃপক্ষকে যেমন প্রতারিত করেছেন, তেমনি নেপাল থেকে আসা মানুষদেরও প্রতারিত করেছেন। এ ধরনের প্রতারকদের বিষয়ে অামাদের সতর্ক থাকতে হবে।’

‘‘বাংলাদেশ-নেপালের বন্ধুত্ব অনেক দৃঢ়। সেখানে যেন কোনো প্রতারক চিড় ধরাতে না পারে, সেটিও দু’পক্ষকেই লক্ষ্য রাখতে হবে।’’এর আগে শুক্রবার সকালে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করায় ৪৪ নেপালিকে আটক করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, আটক নেপালের নাগরিকরা চলতি বছরের ২২ মে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। গত ১৯ জুন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

এ সম্পর্কিত আরও

Check Also

বেগমগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন …

Leave a Reply