Mountain View

লাল শাপলায় সেজেছে বসুন্ধরা

প্রকাশিতঃ আগস্ট ৫, ২০১৬ at ৮:১১ পূর্বাহ্ণ

sha


মনের আনন্দে বিলের লাল শাপলা তুলছে ছোট্ট শিশুরা। বর্ষা মৌসুমের শুরু থেকে  আগৈলঝাড়া উপজেলার খাল-বিলে দেখা মিলছে বিভিন্ন প্রজাতির শাপলার। এর মধ্যে নয়নাভিরাম মনোমুগ্ধকর লাল শাপলাই সবার বেশি পছন্দ। মৌসুমের শুরুতে এই ফুল ফোটা শুরু হয় এবং এরপর প্রায় ছয় মাস পর্যন্ত বিল-ঝিল জলাশয় ও নিচু জমিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় লাল শাপলা। শাপলার ইংরেজি নাম ওয়াটার লিলি। এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।