Mountain View

ওলটপালট হয়ে গেলো আইসিসির র‌্যাকিং, যে চমক দেখালেন টাইগার সাকিব

প্রকাশিতঃ আগস্ট ৯, ২০১৬ at ১০:১০ পূর্বাহ্ণ

আইসিসির টেস্ট র‌্যাকিং পাল্টে গেছে। যুগপত পরিবর্তন এসেছেন এখানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দেখতে দেখতে সেরার পথে যাচ্ছেন সাকিব।

টাইগারদের পক্ষে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান আইসিসিতে দেখাচ্ছেন একের পর এক চমক। কয়েকদিন আগে টেস্টে নাম্বার ওয়ান বোলার হন পাকিস্তানের ইয়াসির শাহ।

এর কয়েক দিন পরেই ভারতের অশ্বিন শীর্ষ পদ দখল করেন। তবে এবার অশ্বিনকে টপকে গেছেন ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারশন। টেস্ট র‌্যাকিংয়ে নাটকীয় পরিবর্তনে শীর্ষে তিনি।

৮৮১ পয়েন্ট নিয়ে জেমস অ্যান্ডারশন সবার উপরে। ৮৬৯ পয়েন্ট নিয়ে রবিচন্দ্র অশ্বিন দুই নম্বরে রয়েছেন। ৮৫৪ পয়েন্ট নিয়ে ইংলিশ বোলার স্টুয়ার্ড ব্রড রয়েছেন ৩ নম্বরে।

৮৪১ পয়েন্ট নিয়ে ডেল স্টেইন হয়েছেন সেরা চারে। নিয়তির আসল খেলা ইয়াসিরের উপর। তিনি নেমে গেছেন ৫ নম্বরে। ৭৯১ পয়েন্ট নিয়ে পাঁচে তিনি।

তবে শীর্ষে থাকাদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট বোলারদের র‌্যাকিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে টাইগার সাকিব। ৬১৪ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন ১৭ নম্বরে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।