Mountain View

১৭ বছর পর আবারো গাইলেন মৌসুমী

প্রকাশিতঃ আগস্ট ৯, ২০১৬ at ৬:৪৭ অপরাহ্ণ

রুপালী পর্দায় সুপারহিট ছবির নায়িকা মৌসুমী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকবার ছবিতে গানও গেয়েছেন। এই নায়িকার নাম চরিত্রে অভিনয় করা ‘মৌসুমী’ ছবিতে ১৯৯৩ সালে প্রথম প্লে-ব্যাক করেন। সেই সময় গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো।

এরপর “মগের মুল্লুক” ছবিতে ‘কি দারুণ দেখতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি। সেটা ছিল ১৯৯৯ সালের কথা। এবার ১৭ বছর পর আবারো গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

নির্মাতা সোহানুর রহমান সোহানের শিশুতোষ ছবি ‘আমার বাংলাদেশ’র জন্য গেয়েছেন মৌসুমী। জাভেদ আহমেদ কিসলুর সংগীতায়োজনে গানটি লিখেছেন মুনসী ওয়াদুদ। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গল্পের প্রয়োজনে মৌসুমীকে দিয়ে গানটা করানোর চিন্তা। তারপর ওকে বলাতে ও আর না করলো না। দু’দিন হলো রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি দর্শকদের মনের মতো হবে বলে আমার বিশ্বাস।’

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।