ধর্মঘটের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৭ আগষ্ট) হলের দাবিতে লাগাতার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ ধর্মঘটের ডাক দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আগামীকাল (১৮ আগষ্ট) সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গা হল নির্মাণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয়ার দাবিতে ২ আগস্ট থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে আসছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা বুধবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের জন্য ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন। কিন্তু পুলিশের বাধায় প্রেসক্লাবের সামনেই জগন্নাথের শিক্ষার্থীদের মিছিল থেমে যায়। এরপর সেখানে অবস্থান নিয়েই তারা বিক্ষোভ শুরু করেন।