Mountain View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজন ও তাদের সহযোগিতায় আমরা মুগ্ধঃইসিবি

প্রকাশিতঃ আগস্ট ১৮, ২০১৬ at ৬:৫৯ অপরাহ্ণ

CYMERA_20160818_184944

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে দেশের আইন শৃঙ্ক্ষলা অবস্থা, মাঠ ও টিম হোটেলসহ অন্যান্য সুযোগ সুবিধাদি পরিদর্শনের জন্য বাংলাদেশ সফরে এসেছে তিন সদস্যের ইংল্যান্ড ক্রিকেট প্রতিনিধি দল।

তাদের আগমন উপলক্ষ্যে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেয়া প্রতিটি পদক্ষেপেরই ভূয়সী প্রশংসা করলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি জন কার।

আজ (বৃহস্পতিবার) ১৮ আগস্ট দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শের-ই-বাংলা স্টেডিয়াম, ক্রিকেট একাডেমি পরিদর্শন শেষে এভাবেই নিজের মনোভাব ব্যক্ত করেন এই ইসিবি প্রতিনিধি, ‘বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের অংশ হিসেবেই আমরা এখানে এসেছি।

চারদিনের এই সফরে আমরা টিম হোটেল, মাঠ পরিদর্শনসহ  আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সঙ্গে সভা করবো। আমাদের এই সফরে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিটি আয়োজন ও তাদের সহযোগিতায় আমরা মুগ্ধ। আমরা আরও ২৪ ঘণ্টা এদেশে থাকবো।

আগামীকাল (শুক্রবার) ১৯ অাগস্ট আমরা চট্টগ্রামে ওখানকার সুযোগ সুবিধাদিও সরেজমিনে দেখবো। সব কিছু পর্যবেক্ষণ শেষে আমরা ইংল্যান্ডে ফিরে গিয়ে ইসিবিকে আমাদের এই সফরের প্রতিবেদন দাখিল করবো। তারপর সফরের বিষয়ে চূড়ান্ত নেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।’

এসময় গণমাধ্যম কর্মীরা জন কারের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিগত বছরগুলোতে আইসিসি’র সফল এক একটি আয়োজনের কথা তুলে ধরেন। সেই আলোকে তাদের এই সফরের গেল ১ দিনসহ বৃহস্পতিবার অর্ধবেলা অবধি বিভিন্ন সভার  অভিজ্ঞতার কথা জানতে চাইলে জন কার জানান, ‘বিগত বছরসহ সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি’র আয়োজন সম্পর্কে আমরা অবগত আছি। অবগত আছি এখানকার নিরপত্তা ব্যবস্থা নিয়েও। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমাদের পর্যবেক্ষণের কিছু্‌ই বলতে পারবো না।’

আজ (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনের আগে দিনের প্রথমভাগে ইসিবি প্রতিনিধি দল বৈঠক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই’র সঙ্গে। বিসিবি পরিদর্শন শেষে বিকেলে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।