Mountain View

আজ থেকে মাঠে গড়াবে মেসিদের লা লীগা যুদ্ধ

প্রকাশিতঃ আগস্ট ১৯, ২০১৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

স্প্যানিশ লা লীগার নতুন মৌসুম মাঠে গড়াচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় প্রথম ম্যাচটিতে মালাগার বিপক্ষে নামবে নতুন দল ওসাসুনা।

গতবারের ১৭টি দলের সঙ্গে এবার নতুন দল হিসেবে লা লীগায় উঠে এসেছে ওসাসুনা, দেপোর্তিভো অ্যালাভেস ও সিডি লেগানিস। গত আসরে পয়েন্ট তালিকার তলানিতে থাকায় দ্বিতীয় বিভাগে অবনমিত হয়ে গেছে স্পোর্টিং গিজন, ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়াল।

প্রথম দিনের আরেকটি ম্যাচে মুখোমুখি হবে দেপোর্তিভো লা করুনা এবং এইবার। স্পেনের শীর্ষ ফুটবল লীগ হিসেবে এটি হতে যাচ্ছে লা লীগার ৮৬তম

এ সম্পর্কিত আরও