রাজধানীর ওয়ারী এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে আব্দুল আজিজ (৪৮) নামে এক ব্যবসায়ী জখম হয়েছেন। ১৮ আগস্ট (বৃহস্পতিবার)১০টার দিকে জোড়পুল বাজারে এ ঘটনা ঘটে।
আব্দুল আজিজ ওয়ারী টিপু সুলতান রোডে অবস্থিত বিসমিল্লাহ্ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক।তিনি জানান, জোড়পুল বাজারে ড্রেনে প্রস্রাব করার সময় স্থানীয় দুর্বৃত্ত আদিল এসে তর্কে জড়িয়ে পরে। পাশেই তার দোকান রয়েছে। কেন প্রস্রাব করলাম এ কথা বলে তার কোমড়ে থাকা পিস্তল বের করে গুলি করে।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী আব্দুল আজিজকে তার ভাই খোকন উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছেন। তার পেটে গুলি লেগেছে। আজিজ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।