Mountain View

আইসিসিতে নড়েচড়ে গেল সাকিব আল হাসানের অবস্থান

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৬ at ৬:১২ অপরাহ্ণ

আইসিসিতে নড়েচড়ে গেল টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের অবস্থান। আইসিসিতে অনন্য উচ্চতায় ছিলেন আল হাসান। ৩ ফরমেটেই সেরা অলরাউন্ডার ছিলেন তিনি।

এবার এক ভারতীয় ক্রিকেটারের কাছে অবস্থান হারালেন তিনি। আইসিসি ও দেশের রেকর্ডে বাজিমাত দেখিয়েছেন এই ক্রিকেটার। রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্যারিয়ারের পাঁচ বছরের মধ্যেই ম্যান অব দ্যা সিরিজের হিসেবে ছাড়িয়েছেন শচিন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগের মতো কিংবদন্তিদের।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‍্যাকিংয়ের অলরাউন্ডার হিসেবে এক নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে ভারত।

এই সিরিজে ভালো করেন অশ্বিন। এর আগে সাকিবের নিচে তথা দুই নম্বরে অবস্থান করছিলেন তিনি। এবার সাকিব আল হাসানকে টপকে আইসিসির টেস্ট অলরাউন্ডার হিসেবে এক নম্বরে রয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।