Mountain View

সেরা বাবা হতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৬ at ২:০৬ অপরাহ্ণ

20160823135328মেহেদী হাসান: গত বিশ্বকাপের সময় দ্বিতীয় বারের মত বাবা হন ডেভিড ওয়ার্নার। দুই সন্তানের পিতা তিনি।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবার ‘বাবা’ হিসেবে পুরস্কার পাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। এই ওপেনার তার দুই মেয়ে ইন্ডি রে ও আইভি মে’র সাথে নানারকম খুনসুঁটির ছবি প্রায়ই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
খেলা না থাকলে প্রায়ই অস্ট্রেলিয়া দলের এই সহ অধিনায়ককে দেখা যায় দুই মেয়ের সাথে।
এ বছরই ক্রীড়াবিদ হিসেবে অস্ট্রেলিয়ার সেরা বাবার পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। স্পোর্টসড্যাডস.কম.এইউ এর বিবেচনায় সেরা বাবা হওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার আরও দশজন ক্রীড়াবিদের সাথে আছেন ডেভিড ওয়ার্নারও।
২০১৫ সালে এই পুরস্কার পান উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন।
২০১৪ সালে এই পুরস্কারের জন্য মনোনিত হন শেন ওয়াটসন।
অসি ক্রিকেটারদের মধ্যে সেরা বাবা নির্বাচনে ভক্তরাও অনলাইনে ভোট দেয়ার সুযোগ পান।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।