Mountain View

নেইমারদের নিয়ে ঘাম ঝড়ালেন ব্রাজিলের নতুন কোচ

প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০১৬ at ৬:০৪ অপরাহ্ণ

20160826175407

মেহেদী হাসান: নেইমারদের নিয়ে প্রথম অনুশীলনে নামলেন ব্রাজিলের নতুন কোচ তিতে। আগামী ১ ও ৬ সেপ্টেম্বর ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। এই দুটি ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত ব্রাজিল দল।

নেইমার-অগুস্তোদের সঙ্গে যোগ দিলেন পাওলিনহো। ২০১৪ সালে বিশ্বকাপে এবারই প্রথম দলে ডাক পেলেন টটেনহামের সাবেক এই তারকা মিডফিল্ডার।

প্রথম বারের মত ব্রাজিলের নতুন কোচ তিতে সাও পাওলোর করিস্থিয়নস ট্রেনিং ক্যাম্পে নেইমারদের নিয়ে অনুশীলনে যোগ দেন।

বাছাইপর্বে তাদের অবস্থান ভালো না। রিওতে সোনা জয়ী ব্রাজিল দলের বেশ কয়েকজন খেলোয়াড়কেই আসন্ন দুটি ম্যাচে রেখেছেন কোচ। শিষ্যদের থেকে ভালো কিছুই প্রত্যাশা করছেন তিতে।

বাছাইপর্বে অবস্থান ভালো নয় ব্রাজিলের। এ পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে আপাতত দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তিতের দল।

এই এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। আর একটি দলকে যেতে হবে প্লে-অফে উত্তীর্ণ হয়ে। এখন বিশ্বকাপ নিশ্চিত করতে লড়বে সর্বাধিকবার (৫) বিশ্বকাপ জয়ী ব্রাজিল।

এ সম্পর্কিত আরও

Mountain View