Mountain View

বল পাস দিয়ে নতুন রেকর্ড করলেন বার্সেলোনার গোলকিপার টার স্টেগেন

প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০১৬ at ১০:৩০ অপরাহ্ণ

tar

ভিক্টর ভালদেশের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন। গোলরক্ষক হিসেবে ৫১টি পাস দিয়ে ১০ বছর আগের রেকর্ড ভাঙলেন তিনি। অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সার ১-০ গোলে জয়ের ম্যাচে এমন কীর্তি গড়েন এই জার্মান তারকা।

অথচ গত দুই বছরের ক্যারিয়ারে লা লীগার ম্যাচই খেলতে পারতেন না টার স্টেগেন।কারণ এতদিন চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো লীগের ম্যাচে বার্সার জাল সামলাতেন।

আর চ্যাম্পিয়ন্স লীগসহ অন্য টুর্নামেন্টে থাকতেন স্টেগেন। এদিন ক্যারিয়ারের অষ্টম লীগ ম্যাচ খেলেন টার স্টেগেন। আর এতেই প্রমাণ করেন, এ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে পাড়ি দেয়া ব্রাভো থেকে তিনি কতটা দায়িত্ববান।

মোট ৫১টি পাস দেন তিনি। এ ৫১ পাসের ৮২.৩ শতাংশ ছিল সঠিক। এর আগে লীগের প্রথম ম্যাচে ব্রাভো মাত্র ১৬টি পাস দিয়েছিলেন।আগের রেকর্ডটি ছিল বার্সার সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেসের।

এ সম্পর্কিত আরও

আপনিও লিখুন .. ফিচার কিংবা মতামত বিভাগে লেখা পাঠান [email protected] এই ইমেইল ঠিকানায়
সারাদেশ বিভাগে সংবাদকর্মী নেয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন আমাদের অফিশিয়াল ফেসবুকের ইনবক্সে।