Mountain View

শনিবার ঢাকায় আসছেন ওয়ালশ

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০১৬ at ২:৫৯ অপরাহ্ণ

বোলিং কোচ হিসেবে যোগ দিতে আগামীকাল শনিবারই ঢাকায় আসবেন ক্যারিবীয় গ্রেট কোর্টনি ওয়ালশ।

শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ কথা জানান। walls-coach-bd_24027_1472798292

বিসিবি সভাপতি জানান, ‘আশা করছি, শনিবার রাতেই কোর্টনি ওয়ালশ ঢাকায় চলে আসবে। আমাদের পেস বোলারদের জন্য ওয়ালশ হতে যাচ্ছে বড় এক সম্পদ।’

অবশ্য বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেয়ার পর কাজ শুরুর জন্য মুখিয়ে থাকার কথা আগেই জানিয়েছিলেন কোর্টনি ওয়ালশ।

তিনি জানান, ‘বিসিবিতে স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। ছেলেদের সঙ্গে কাজ শুরুর জন্য মুখিয়ে আছি আমি।’

গত মে মাসের শেষ দিকে হিথ স্ট্রিক চুক্তি নবায়ন না করার পর থেকেই বোলিং কোচ শূন্য ছিল বাংলাদেশ জাতীয় দল।

এরপর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি তার সঙ্গে চুক্তির কথা জানায়। ক্যারিবিয়ান এ পেস কিংবদন্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বোলিং কোচ হিসেবে থাকবে।

ক্যারিবিয়ান এই সাবেক ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ৫১৯ টি উইকেট নিয়েছেন। অন্যদিকে ২০৫ ওয়ানডেতে নিয়েছেন ২২৭ টি উইকেট। ২০০১ সালে অবসর নেন এই ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোচিং স্টাফে দ্বিতীয় ক্যারিবিয়ান ওয়ালশ।

এরআগে নব্বই দশকের শেষে প্রধান কোচ ছিলেন কিংবদন্তি ওপেনার গর্ডন গ্রিনিজ।

এ সম্পর্কিত আরও

Mountain View